যমুনা এক্সপ্রেসের তিন বগিতে আগুন

0
30
যমুনা এক্সপ্রেস
যমুনা এক্সপ্রেসের তিন বগিতে আগুন

থেমে থাকা আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে।

শনিবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেওয়া হয়।

বিষয়টি ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে নিশ্চিত করেন। কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

আগুনের সংবাদ পেয়ে ১০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতির খবর জানতে পারেনি ফায়ার সার্ভিস। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।