মোরেলগঞ্জের আমরবুনিয়া এলাকায় অগ্নিকাণ্ডে পুড়ছে সুন্দরবন

0
30

বাগেরহাটের মোরেলগঞ্জের আমরবুনিয়া অংশের পূর্ব সুন্দরবনের প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৫০টি জায়গায় আগুন জ্বলছে।

শনিবার (৪ মে) বিকেলে সুন্দরবনের লতিফের ছিলা নামক জায়গায় আগুন লাগার খবর পাওয়া যায়।

খবর শুনেই মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম তারেক সুলতান সুন্দরবনে ছুটে যান। একই সাথে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আমরবুনিয়া এলাকায় পৌঁছায়।

তবে সন্ধ্যা হয়ে যাওয়ায় ফায়ার সার্ভিসের কর্মীরা ফায়ার ফাইটিং মেশিন ও যন্ত্রপাতি নিয়ে ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। আগুন নেভানোর কাজও শুরু হয়নি। আগামীকাল সকালে আগুন নেভানোর কাজ শুরু করবে ফায়ার সার্ভিস। ফলে রাতভর পুড়বে সুন্দরবন।

মেহেদী হাসান রাব্বী
বাগেরহাট।