সাকিব আল হাসান বিশ্ব ক্রিকেটেরই জনপ্রিয় এক নাম। ক্রিকেট মাঠের বাইরেও সবসময় থাকেন আলোচনায়। ক্রিকেটের পাশপাশি বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠান ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সাকিব। তার নামে আছে ক্রিকেট একাডেমিও। তার ধারাবাহিকতায় সাকিবের নামে এসেছে মোবাইল গেমস।
যেটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজেই জানিয়েছেন। যদিও এটি এখন ‘পরীক্ষামূলক’ হিসেবে চালু করেছেন তিনি। সাকিব তার পেইজে লিখেছেন, ‘আমরা SAH75 Cricket Championship নামের একটি মোবাইল গেম তৈরি করছি। এই ধরনের অফিসিয়াল গেম বাংলাদেশে এটিই প্রথম! আমরা আপনাদের অনুরোধ করছি এই গেমটির টেস্টার হবার জন্য! আমরা চাই ফ্যানদের পরামর্শ নিয়ে গেমটি হয়ে উঠুক বিশ্বমানের!’
গুগল প্লে স্টোর থেকে গেমটি ডাউনলোড করা যাবে এই ঠিকানায়। নতুন এই গেম ডাউনলোড করলে পুরস্কারের ঘোষণাও দেন সাকিব, ‘এই মুহূর্তে আমরা প্রথম ২ লাখ টেস্টারকে সুযোগ দিতে পারব। টেস্টার হিসেবে কিন্তু আকর্ষণীয় পুরস্কার জিতে নেয়ার সুযোগ থাকছে। সুতরাং গেমটি এখনি ডাউনলোড করে নিন!’