মোটরসাইকেল বাঁচাতে গিয়ে আগুনে পুড়লেন এনায়েত

0
8
মোটরসাইকেল
মোটরসাইকেল বাঁচাতে গিয়ে আগুনে পুড়লেন এনায়েত

মাদারীপুরের রাজৈরে নিজের মোটরসাইকেল বাঁচাতে গিয়ে আগুনে পুড়ে গুরুতর আহত হয়েছেন এনায়েত খান (৫০) নামে এক ব্যক্তি।

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামে এ ঘটনা ঘটে। সে একই গ্রামের মৃত হাসেম খানের ছেলে। বর্তমানে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের ভ্যান চালক হায়দার খান (৫০) এর বাড়িতে রান্না করছিল তার পরিবারের লোকজন। এসময় প্রতিদিনের মতো রান্না ঘরের পাশে মোটরসাইকেল রেখে নিজ ঘরে যান এনায়েত।

পরে জ্বলন্ত চুলা রেখে হায়দারের পরিবারের সদস্যরা অন্য বাড়িতে গেলে আকস্মিক তাদের রান্না ঘর ও বসত ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় আগুনের লেলিহান শিখা ছড়াতে থাকলে টের পেয়ে একদিকে আগুন নেভানোর চেষ্টা চালায় স্থানীয়রা এবং অপরদিকে নিজের মোটরসাইকেল সরাতে যান এনায়েত।

তখন আগুনের ফুলকি তার শরীরে এসে পড়লে এক হাত ও মুখ পুড়ে যায়। পরবর্তীতে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে ভর্তি করা হয়েছে। এ অগ্নিকাণ্ডের ঘটনায় ভ্যান চালক হায়দারের বসত বাড়ির কিছু অংশ ও রান্না ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।

আহত এনায়েত খানের মেয়ে এনি আক্তার জানান, মোটরসাইকেলের কিছু হয়নি কিন্তু আমার বাবার অনেকখানি অংশ আগুনে পুড়ে গেছে। তাই তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

রাজৈর উপজেলার টেকেরহাট পোর্ট স্থল কাম ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান জানান, আমরা গিয়ে আগুন পাইনি। ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নির্বাপণ করেছে। পরে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

কেএম আবু বক্কার
সিনিয়র স্টাফ রিপোর্টার :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.