মেয়র হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি। তবে বয়স আনুমানিক ২৬ ও ৩০ বছর।
বুধবার (৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের ভোর সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে ওয়ারী থানার পুলিশের উপ-পরিদর্শক (এস আই) মিজানুর রহমান জানান, রাজধানী সুপার মার্কেট সংলগ্ন হানিফ ফ্লাইওভার থেকে নেমে ইউটার্ন নেওয়ার সময় ওই যুবকদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা লাগে। এতে চালক ও আরোহী দুই জনই ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।