মেসির চুক্তি আরও তিন বছর বাড়তে পারে

0
39

আর্জেন্টাইন তারকা বার্সেলোনার লিওনেল মেসির সঙ্গে তার ক্লাব আরও তিন বছরের জন্য চুক্তি করতে যাচ্ছে। এই জুনেই মেসির চুক্তির মেয়াদ শেষে যাবে বার্সার সঙ্গে। তার আগেই বার্সা সভাপতি লাপোর্তা মেসির সঙ্গে তিন বছরের চুক্তি সম্পন্ন করতে চান।

যদিও মাঝে পিএসজি কিংবা ম্যানচেস্টার সিটিতে চলে যাওয়ার আগ্রহের কথা উঠেছিল। কিন্তু লাপোর্তা বলছেন মেসি বার্সাতেই থাকবেন। তিন বছরের কথা হলেও মেসির সঙ্গে প্রথম দুই বছরের চুক্তি হবে আর শেষ এক বছর দুই পক্ষের জন্যই খেলা থাকবে।

মেসিকে নিতে গেলে দুশ্চিন্তা তার বেতন নিয়ে। মেসির বর্তমান বেতন ৬৫ মিলিয়ন পাউন্ড। এই বেতনে মেসিকে বার্সেলোনা রাখতে পারবে কি না তা নিয়েও সংশয় আছে। কারণ ঋণের বোঝাও আছে বার্সার কাঁধে। বার্সেলোনা চাইছে তাদের খেলোয়াড়দের বেতন কমিয়ে আনতে।

গ্রহণযোগ্য একটা বেতন কাঠামো তৈরি করা হবে খেলোয়াড়দের জন্য। বেতনের কমানোর সেই ছকে মেসিকে রাখা হবে কি না এটা নিয়েও গুঞ্জন আছে। বার্সার সভাপতি মনে করছে মেসি থাকবেন। তার আত্মবিশ্বাস, মেসির সঙ্গে যেভাবে কথা সেটার নড়চড় হবে না।

মেসির সতীর্থ ফুটবলার জেরাড পিকে বলছিলেন মেসিকে রাখার ব্যাপারে বার্সেলোনা সব রকম সহযোগিতা করবে এটা আমার বিশ্বাস। পিকে জানিয়েছেন কয়েক মাস ধরে মেসিকে তিনি খুব খুশি দেখছেন। তার মানে এই যে মেসির সঙ্গে বেতন নিয়ে যে আলোচনা হয়েছে, তা ভালোর দিকে গেছে। একজন প্লেয়ার খুশি মান থাকাটাই গুরুত্বপূর্ণ। পিকে বলেন, ‘মেসি হচ্ছে দলের অধিনায়ক। মাঠে তার উপস্থিতি অন্যান্য খেলোয়াড়দের বাড়তি প্রেরণা দেয়।