পুরো ম্যাচ জুড়ে যেন মেসির গোল উৎসব। একের পর এক মোট ৫ টি গোল করে বিশ্বরেকর্ড গড়লেন মেসি। এস্তোনিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে ৪৭ মিনিটের মধ্যে হ্যাটট্রিক তুলে নেন তিনি। এরপর ৭১ ও ৭৬ মিনিটে করেন আরও দুই গোল! ফুটবল ক্যারিয়ারে এটি মেসির অষ্টম আন্তর্জাতিক হ্যাটট্রিক। ম্যাচে আর্জেন্টিনা জিতেছে ৫-০ গোলে।
ম্যাচের ৮ মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা মেসির। ৪৫তম মিনিটে দ্বিতীয়বার বল জালে পাঠান তিনি। বিরতি থেকে ফিরেই পূর্ণ করেন হ্যাটট্রিক।
৮৬ গোল নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এখন চতুর্থ সর্বাধিক গোলদাতা মেসি। তার সামনে রয়েছেন মালয়েশিয়ার মুখতার দাহারি, ইরানের আলী দাই ও পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
মেসিই একমাত্র ফুটবলার যিনি ক্লাব ও জাতীয় উভয় দলের হয়েই এক ম্যাচে ৫ গোল করেছেন। বার্সেলোনার হয়ে ২০১২ উয়েফা চ্যাম্পিয়নস লীগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে ৫ গোল করেন মেসি।