মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শনিবার দুপুর আড়াইটায় আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেন তিনি।
তারপর তিনি মেট্রোরেল নিয়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন।
গত ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন শেখ হাসিনা। মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার যেতে সময় লাগবে ৩৮ মিনিটের মতো।