
ডিপফেক ভিডিও যেন এক আতংকিত ভাইরাস। যার বেশিরভাগ শিকার হচ্ছেন নামি দামী নারী অভিনয় শিল্পীরা। বলিউড অভিনেত্রী রশ্মিকা, কাজল, ক্যাটরিনা থেকে সচিন-কন্যা সারার পর্যন্ত ডিপফেক ভিডিয়ো ছড়িয়েছে। এবার ডিপফেক ভিডিওর শিকার হলেন অভিনেত্রী আলিয়া ভাট। মুহূর্তেই ভাইরাল হয়ে গেল আলিয়া ভাটের ডিপফেক ভিডিও।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, খোলামেলা পোশাকে বিছানায় বসে বিভিন্ন অঙ্গভঙ্গী করছেন অভিনেত্রী আলিয়া ভাট। যদিও সেই বিকৃত ভিডিওতে নায়িকার মুখ বসানো হয়েছে।
রোজি ব্রিন নামে এক টিকটকার মহিলার ভিডিও ক্লিপে আলিয়ার মুখ স্থাপন করে তৈরি করা হয়েছে এই ভিডিও।
কিছুদিন আগে রশ্মিকার ভাইরাল ভিডিওতে দেখা যায় একজন মহিলা যিনি কালো পোশাক পরে লিফটে উঠছিলেন সেখানে তাঁর জায়গায় অভিনেত্রীর মুখ বসিয়ে দেওয়া হয়েছে।
মূলত ডিপফেক টেকনোলজি কোনও ভালো কাজে ব্যবহৃত হয় না। বরং ভিকটিমকে পরতে হচ্ছে মানসিক ভোগান্তিতে।