মহামারি করোনার কারণে স্থগিত হয়ে যাওয়া মুজিববর্ষ ফের আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান রাঙাতে ভারতের খ্যাতনামা সঙ্গীতশিল্পী এ আর রহমানকে নিয়ে আসছে বিসিবি। এমনটাই জানিয়েছেন বোর্ডের মিডিয়া কমিটি চেয়ারম্যান তানভির আহমেদ টিটু।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উদযাপনে ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হতে চলেছে বর্ণিল আয়োজন। কনসার্টে মুজিববর্ষের থিম সং গেয়ে শোনাবেন এ আর রহমান।
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠান নিয়ে গণমাধ্যমকে টিটু বলেন, ‘করোনার পরিস্থিতি উন্নতি হওয়ায় আমরা জন্মশত বার্ষিকী আয়োজনের সিদ্ধান্ত নিয়েছি। আশাকরি সবকিছু ঠিক থাকবে আমরা সফলভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে পারবো।’