মুক্তি পেলেন শিক্ষার্থী খাদিজা

0
36
শিক্ষার্থী
মুক্তি পেলেন শিক্ষার্থী খাদিজা

প্রায় ১৫ মাস পর মুক্তি পেলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী খাদিজাতুল কুবরা। ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় সাজা ভোগ করেন তিনি।

সোমবার (২০ নভেম্বর) সকাল ৯টার দিকে জামিনে মুক্তি পেলেন তিনি। তার জামিনের আদেশ রোববার সন্ধ্যার দিকে কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছায়।

এর আগে খাদিজাতুল কোবরাকে হাইকোর্টের দেওয়া জামিনের ওপর চেম্বার আদালত যে স্থগিতাদেশ দিয়েছিলেন পরে তা আপিল বিভাগ বাতিল করেন। একইসঙ্গে রাষ্ট্রপক্ষ জামিন বাতিল চেয়ে যে আপিল করেছিলেন তাও খারিজ করেছেন আপিল বিভাগ। ফলে তার হাইকোর্টের দেওয়া জামিন বহাল থাকে। এই আদেশের ফলে খাদিজার মুক্তিতে আর বাধা ছিল না।