মুকসুদপুর প্রেসক্লাবের উদ্যোগে ৮ জানুয়ারী বুধবার বিকাল ৫টায় ফরিদ মিয়া কমপ্লেক্সে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদ মিয়া কমপ্লেক্স মার্কেটের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মিয়া।
মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার উপজেলা প্রতিনিধি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার মুকসুদপুর উপজেলা প্রতিনিধি কাজী মো: ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ঢাকা প্রতিদিনের উপজেলা প্রতিনিধি হাফিজুর রহমান,দপ্তর সম্পাদক ও দৈনিক আমাদের সময়ের উপজেলা প্রতিনিধি দেলোয়ার হোসেন,প্রচার সম্পাদক ও দৈনিক ডেইলী বাংলাদেশ উপজেলা প্রতিনিধি হোসাইন আহম্মেদ কবির,তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আরেফিন মুক্তা,সদস্য ও দৈনিক কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি পরেশ বিশ্বাস,সদস্য ও দৈনিক জনকন্ঠের উপজেলা প্রতিনিধি মেহের মামুন,সদস্য ও অপরাজয়া ২৪.কম এর সিনিয়র স্টাফ রিপোর্টার কে,এম আবু বক্কার,সদস্য ও দৈনিক ভোরের দর্পন উপজেলা প্রতিনিধি ইসমাইল হোসেন পান্নু,সদস্য ও দৈনিক নতুন ভোর উপজেলা প্রতিনিধি রাজু মিয়া,
সদস্য ও পাক্ষিক মুকসুদপুর সংবাদ প্রতিনিধি বাবুল শেখ ও সদস্য হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
সভায় উপস্থিত প্রেসক্লাবের সকল সদস্যদের সর্ব সম্মতিত্রুমে ফরিদ মিয়া কমপ্লেক্স মার্কেটের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ মিয়াকে মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা করার সিদ্ধান্ত গৃহীত হয়।প্রেসক্লাবের কার্যত্রুম সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ফরিদ আহমেদ মিয়া তার নিজস্ব “ফরিদ মিয়া কমপ্লেক্স মার্কেট” এ একটি অফিস ঘর প্রদান করেছেন।
কে এম আবু বক্কার
সিনিয়র স্টাফ রিপোটার