মুকসুদপুরে সর্পদংশন বিষয়ে সচেতনতামূলক আলোচনা

0
51
সর্পদংশন
সর্পদংশন বিষয়ে সচেতনতামূলক আলোচনা

মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপ ও সর্পদংশন বিষয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার দুপুর ১২টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মূল বিষয় নিয়ে উপস্থাপনা করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দীপ্ত সাহা। সভায় বক্তব্য দেন সাপ্তাহিক বাংলার সম্পাদক শহিদুল ইসলাম, মুকসুদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হায়দার হোসেন, মুকসুদপুর প্রেসক্লাবের সহ সভাপতি সরদার মজিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মো. ওহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান, সাপ্তাহিক বাংলার নয়নের নির্বাহী সম্পাদক তারিকুল ইসলাম প্রমুখ।

আলোচনা সভায় সভাপতির বক্তব্যে ডা. রায়হান ইসলাম শোভন বলেন, সরকার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এন্টিভেনাম ভেকসিনের ব্যবস্থা করছেন। কোনো ব্যক্তিকে সাপে দংশন করলে তাৎক্ষণিকভাবে উপজেলা হাসপাতালে নিয়ে এলে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা হবে।

গোপালগঞ্জ প্রতিনিধিঃ আবু বাক্কার