গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়নের হলুদ বিটা বাজারে চেয়ারম্যান কার্যালয়ে মাদক, জুয়া, চুরি, ডাকাতি নির্মূল বিষয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাটিকামারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব ইবাদত হোসেন (বাদত) মাতুব্বর।
তিনি জানান, গত ২৫ জানুয়ারি আমাদের এলাকায় একটি চুরি হয়েছে। এই চুরি হওয়ার পরে মাল সহকারে উদ্ধার করেছি। গত কয়েকবার এমন চুরির ঘটনা ঘটেছে। অনেক চেষ্টা করেও এই চুরি বন্ধ করা যায়নি।
চেয়ারম্যান জনাব ইবাদত বলেন, এই চুরির পিছনে একই চক্র বারবার কাজ করছে। তিনি নাম উল্লেখ করে বলেন বাটিকামারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সদস্য জহুর আলী ঢালী এই চুরিসহ মাদক সেবিদের সহযোগীতা করে আসছেন।
এই চুরির সাথে আরও যারা জড়িত তারা হলেন মোঃ ইমরান ঢালী(২০), মোঃ জাফর লস্কর (৫৫), মোঃ সবুজ লস্কর (১৮)। তারা আপাতত পুলিশের হেফাজতে আছে।
ইলিয়াছ মোড়ল (৩০) এই চুরির বিষয়ে মুকসুদপুর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
–গোপালগঞ্জ প্রতিনিধি আবু বক্কর