মুকসুদপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬৮কেজি ইলিশ মাছ জব্দ এবং ৩জন কে জরিমানা

0
8
মুকসুদপুরে
মুকসুদপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৬৮কেজি ইলিশ মাছ জব্দ এবং ৩জন কে জরিমানা

মা ইলিশ সংরক্ষন অভিযান ২০২৪ উপলক্ষে ১৩ অক্টোম্বর রবিবার মুকসুদপুর উপজেলার বহুগ্রাম ইউনিয়নের বলনারায়ন বাজার, মোচনা ইউনিয়নের ডুমুরিয়া বাজার ও জলিরপাড় ইউনিয়নের বানিয়ারচরে মুকসুদপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আসাদুজ্জামান নূরের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৩জন ইলিশ মাছ বিক্রেতার নিকট হতে ৬৮কেজি ইলিশ মাছ জব্দ করেন।

মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন,১৯৫০এ আওতায় ৩জনকে ২হাজার টাকা জরিমানা করা হয়েছে। সার্বিক সহযোগিতায় ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো: খায়রুল ইসলাম পাভেল এবং মুকসুদপুর থানা পুলিশ।

জব্দকৃত মাছগুলো উপজেলার ৬টি এতিমখানা এবং ২টি অর্ফানেজ চার্জে বিতরন করা হয়েছে। উপজেলা মৎস্য কর্মকর্তা খাইরুল ইসলাম পাবেন জানান, ইলিশের নিরাপদ ও বংশবৃদ্ধির জন্য ১৩ অক্টোবর থেকে ৩রা নভেম্বর পর্যন্ত ২২দিন ইলিশ প্রজজনন ক্ষেত্রে সব ধরনের মৎস্য অহরণ নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। তিনি আরো বলেন, নিয়মিত অভিযান হচ্ছে। আগামী তেসরা নববর পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে

কেএম আবু বক্কার
গোপালগঞ্জ জেলা প্রতিনিধি