মুকসুদপুরে ব্যাবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

0
28

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে ব্যাবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) ভোর রাত ৪টার দিকে উপজেলার  গোলাবাড়িয়া গ্রামের আব্দুল হক শেখের ছেলে ব্যাবসায়ী রইস উদ্দিন (গঞ্জর)শেখের, বরইতলা-টেংরাখোলা সড়ক সংলগ্ন দুতলা বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটেছে।

বাড়ির মালিক গঞ্জর শেখ বলেন, ঘটনার সময় নিচ তলায় ভাড়াটিয়া ইমাম সাহেবকে প্রথমে বেধে রেখে দোতলায় ওঠে ডাকাত দল।

প্রায় ১০/ ১২ জনের একটা দল দেশীয় অস্ত্রসহ তাদের জিম্মি করে ঘরের এক রুমে বেধে রেখে নগদ ২ লাখ  ৯ হাজার ৫০০ টাকা এবং সাড়ে চার ভরি স্বর্ণালংকারসহ বিদেশ থেকে আনা দামি দামি পোশাক নিয়ে যায়।

চিৎকার দিয়ে লোক জড়ো করার আগেই এ সময় সড়কের পাশে থাকা মাইক্রোবাসে করে আসা ডাকাত দল পালিয়ে যায় বলেও জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল জানান, আমিসহ সহকারী পুলিশ সুপার ও মুকসুদপুর সার্কেল মোঃ কামরুজ্জামান স্যার ঘটনাস্থল পরিদর্শন করছি, এটা চুরি না ডাকাতি পরে জানানো যাবে। মামলার প্রস্তুতি চলছে, তদন্ত পূর্বক ব্যাবস্থা গ্রহণ করা হবে।