মুকসুদপুরে জামায়াতে ইসলামের উদ্যোগে শীতার্ত তোদের মাঝে কম্বল বিতরণ

0
61
মুকসুদপুরে জামায়াতে
মুকসুদপুরে জামায়াতে ইসলামের উদ্যোগে শীতার্ত তোদের মাঝে কম্বল বিতরণ

সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (১৫ জানুয়ারি) গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা জামায়াতের অফিসে শীতবস্ত্র বিতরণের আয়োজন করে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুকসুদপুর উপজেলা আমিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা জামাতের নায়েবে আমির প্রফেসর আব্দুল ওহাব বক্তব্যে বলেন জামায়াতে ইসলামী এমন একটি সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে।

যেখানে রাষ্ট্রই প্রত্যেক নাগরিকের আয়-রোজগারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। রাষ্ট্র নিরাপদ আশ্রয়স্থল হবে এবং রাষ্ট্রই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসাসহ সকল মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করবে।

এসময় মুকসুদপুর থানার সেক্রেটারি থানার সূরা সদস্য ও মুকসুদপুর উপজেলার ১৬ ইউনিয়নের সভাপতিও সেক্রেটারি উপস্থিত ছিলেন।

কেএম আবু বক্কর
সিনিয়র স্টাফ রিপোর্টার