মুকসুদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা

0
7
জাতীয় বিজ্ঞান
মুকসুদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা

৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ১৩ জানুয়ারী সোমবার দুপুর ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুকসুদপুর উপজেলা প্রশাসনের আয়োজন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ জেলার জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রশাসকের সহধর্মিনী উম্মে সালমা।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে এবং সরকারী মুকসুদপুর কলেজের প্রভাষক মাহবুব হাসান বাবরের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রায়হান ইসলাম শোভন,উপজেলা কৃষি কর্মকর্তা মো: বাহাউদ্দিন শেখ। অনুষ্ঠানে স্বাগতম বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: শাহাদাৎ হোসেন মোল্লা ও শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য রাখেন ফাহমিদা জান্নাত।

মেলায় অংশগ্রহন করেন মুকসুদপুর সরকারী কলেজ, জলিরপাড় বঙ্গরত্ম মহাবিদ্যালয়,সরকারী সাবের মিয়া জসিমুদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয়, মুকসুদপুর পাইলট বালক উচ্চ বিদ্যালয়,কহলদিয়া উচ্চ বিদ্যালয় ও বালিয়াকান্দি হাদিউজ্জামান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়।

এরপর একমঞ্চে মুকসুদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও মুকসুদপুর পৌরসভার শীর্তাত দরিদ্র মানুষের মাঝে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও মুকসুদপুর পৌরসভার আয়োজনে এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্যবস্থাপনায় অনুষ্ঠানের প্রধান অতিথি জেলাপ্রশাসক মুহম্মদ কামরুজ্জামান কম্বল বিতরণ করেছেন।

কে এম আবু বক্কার
সিনিয়র স্টাফ রিপোটার

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.