মুকসুদপুরে ছুরিকাঘাতে বিউটি পার্লার কর্মী খুন

0
45
ছুরিকাঘাতে
মুকসুদপুরে ছুরিকাঘাতে বিউটি পার্লার কর্মী খুন

গোপালগঞ্জের মুকসুদপুরে ছুরিকাঘাতে মনিরা পারভীন মুন্নী (৩০) নামে এক বিউটি পার্লার কর্মী খুন হয়েছে।

বুধবার (৩১ জানুয়ারী) আনুমানিক বেলা ১২টায় উপজেলা সদর টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্সের পকেট গেটের সামনে অজ্ঞাত ব্যাক্তি ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার উপর ফেলে
যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে
মৃত ঘোষনা করে। মৃত ব্যাক্তি উপজেলার মহারাজপুর ইউনিয়নের লোহাইড় গ্রামের লোকমান দরানীর মেয়ে। তিনি উপজেলা সদরে পার্লারে কাজ করত।

পার্লারের মালিক সঙ্গীতা রায় জানান, মনিরা পারভীন মুন্নী ১ মাসের জন্য কাজ শিখতে এসেছিল। সকালে পার্লারে আসার পরে পার্লারের কিছু কাপড় শুকাতে দেয়ার জন্য বাহিরে বের হয়। বের হওয়ার পরে অজ্ঞাত ব্যাক্তি ছুরি আঘাত করে পালিয়ে যায়।

মুকসুদপুর থানার ওসি মোহাম্মদ আশরাফুল আলম জানান, বুধবার বেলা ১২টার সময় উপজেলা সদর
টেংরাখোলা বাজারের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পকেট গেটের সামনে বিউটি পার্লার কর্মী মনিরা
পারভীন মুন্নীকে অজ্ঞাত ব্যাক্তি ছুরি দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে রাস্তার উপর ফেলে যায়।

পরে মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে হাসতাপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা
করেন।

লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় এখনো
কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে আসামী শনাক্তের চেষ্টা চলছে।

গোপালগঞ্জ প্রতিনিধি : মো: আবু বক্কার