গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায় ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের ২০২৪-২৫ রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি মৌসুমের গম,সরিষা,চিনাবাদাম, সূর্য্যমূখী, পেয়াজ, মুগ, মসুর ও খেসারী আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৫ নভেম্বর মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্ধোধন করা হয়েছে।
কর্মসূচীর উদ্ধোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মো: আজিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দীন শেখ, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ওহিদুল ইসলাম
সহকারী কৃষি সম্প্রসারন কর্মকর্তা মিজানুর রহমান, কৃষি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রুহুল কুদ্দুস আহম্মেদ প্রমূখ।
উপজেলা কৃষি অফিসার মো: বাহাউদ্দিন শেক জানান, মুকসুদপুর উপজেলা রবি মৌসুমের গরম, সরিষা, চিনাবাদাম, সূর্য্যমূখী, পেয়াজ, মুগ, মসুর ও খেসারী আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ৩ হাজার ১শত ৭০জন ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হবে।
কে এম আবু বক্কার
বৃহত্তর ফরিদপুর জেলা প্রতিনিধি