মুকসুদপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা

0
61
মুকসুদপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা
মুকসুদপুরে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারি ইউনিয়নের কুমার নদে আসমত স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বাৎসরিক ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ অক্টোবর) দুপুর ২টায় নৌকাবাইচ শুরু হয় ।

নৌকাবাইচ দেখতে নদের দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষের ঢল নামে। বছরের এই উৎসবের অপেক্ষায় থাকে ওই এলাকাসহ আশপাশের মানুষ। বাইচে বিভিন্ন এলাকা থেকে ছোটবড় ১৫টি নৌকা অংশ নেয়। ঐতিহ্যবাহী নৌকাবাইচকে ঘিরে দিন দিনব্যাপী গ্রামীণ মেলা বসে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, জেলার মুকসুদপুর উপজেলার বাটিকামারী রথখোলা এলাকায় কুমার নদের দুই পাড়ে হাজার হাজার নারী-পুরুষ বিভিন্ন সাজে দাড়িয়ে নেচে গেয়ে নৌকা বাইচ উপভোগ করেন।

নৌকা বাইচ দেখতে অনেকেই নৌকা ও ট্রলার ভাড়া করে এই উৎসব উপভোগ করেছেন। নৌকাবাইচ উপলক্ষে মেলায় মিষ্টির দোকান, খেলনা দোকান ও বিভিন্ন খাবার দোকানের পসরা সাজিয়েছে দোকানিরা।

এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন এলাকার মেয়েদের জামাইরা বউ নিয়ে শ্বশুরবাড়ি এসেছেন। আত্মীয়স্বজন, পরিবার-পরিজন নিয়ে মেতে ওঠেন আনন্দে।
মেলা দেখতে আসা কলেজ পড়ুয়া শিক্ষার্থী কানিজ ফাতেমা বলেন, বান্ধবীদের নিয়ে নৌকাবাইচ দেখতে এসেছি। মেলায় ঘুরে উপভোগ করছি। খুব আনন্দ লাগছে। মেলা থেকে অনেক কিছু কেনাকাটা করেছি।

মিষ্টি ব্যবসায়ী ধনঞ্জয় বিশ্বাস বলেন, আবহাওয়া খারাপ হলেও বেচাকেনাও বেশ ভালো হচ্ছে। দোকানে রসগোল্লা, আমৃত্তি, দানাদার, জিলাপিসহ বিভিন্ন মিষ্টিসামগ্রী রয়েছে।

বাইচ শেষে সন্ধ্যা ৭টায় বিজয়ী ৩টি নৌকার মালিকদের ফ্রিজ ১ম/ দিলীপ বাগাদিয়া সৌজন্যে আসমত স্পোর্টিং ক্লাব, ২য়/ রেজাউল রামেরচর (মমতাজ হারর্বাল প্রোডাক্ট) সৌজন্যে নান্নু, ৩য়/সামাদ মানিকদি সৌজন্যে সাংবাদিক ইমরান মাতুব্বর। উপস্থিত জনগণ পুরস্কার তুলে দেন।

এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া সব নৌকাকে সান্ত্বনা পুরস্কার হিসেবে এলইডি টিভি তুলে দেওয়া হয়।
স্পন্সর মমতাজ হারবাল

কে এম আবু বক্কার