মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

0
4
আন্তর্জাতিক নারী দিবস
মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

“অধিকার, সমতা ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে, উপজেলা ফারুক খান মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তারের সভাপতিত্বে, অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান।

মুকসুদপুর কিশোর কিশোরী সংগঠনের জেন্ডার প্রোমোটার মেহেরুমা তাবাসচ্ছুম ছোয়ার সঞ্চালনায়, এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রায়হান ইসলাম শোভন, উপজেলা তথ্য অফিসার শতাব্দী বিশ্বাস, মুকসুদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ছিরু মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী ওহিদুল ইসলাম, সফল নারী উদ্দোক্তা লিপি কুন্তা, কিশোর কিশোরী সংগঠনের সদস্য সিনহা ইসলামসহ প্রমূখ।

আলোচনা সভার পূর্বে, উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে, উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।

সিনয়র স্টাফ রিপোর্টার
কে এম আবু বক্কার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.