গোপালগঞ্জের মুকসুদপুরের আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশনের উদ্যোগে ৩৩টি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে মেধা বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার উপজেলার বাটিকামারীতে সকাল ১০.০৫ থেকে বেলা ১১.০৫ টা পর্যন্ত ঘন্টা ব্যাপী আন্তঃ উপজেলা মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ৩৩ টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৭৩৫ জন মেধাবী শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যে পরীক্ষা সম্পন্ন হয়।
মেধা বৃত্তি পরীক্ষায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপজেলা সমাজ সেবা অফিসার মোশাররফ হোসেন ও ফাউন্ডেশনের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, খায়রুল বাকী শরীফ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, পরীক্ষায় অংশ গ্রহণকারী শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পরীক্ষা নিয়ন্ত্রক হিসেবে নিরঞ্জন পাল, হাওলাদার মোহাম্মদ ইকরাম, হল সুপার সাফায়েত হোসেন ঢালী দায়িত্ব পালন করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাংলাদেশ মেডিকেল উত্তরা সাখার অধ্যাপক ডাঃ মোশাররফ হোসেন অপরাজয়া ২৪.কমকে জানান, এ অঞ্চলের শিক্ষার মানোন্নয়নে আমরা ধারাবাহিকভাবে কাজ করতে চাই।
আব্দুল আলী ও হালিবন নেছা ফাউন্ডেশন অতীতেও যেমন অসহায় মানুষের পাশে ছিলো ভবিষ্যতেও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদান করবে। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বি আই ডাব্লু টি এর উপ -পরিচালক সেলিম শেখ বলেন, শিক্ষাকে উৎসাহিত করতে আমাদের এ আয়োজন।
এসময় সিনিয়র সহসভাপতি ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, রেজাউল ইসলাম, খায়রুল বাকী শরীফ সর্বোচ্চ স্বচ্ছতার মধ্যদিয়ে মেধা বৃত্তি পরীক্ষা সুসম্পন্ন হওয়ায় আল্লাহ পাকের দরবারে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন উদ্যোগে উপজেলা প্রশাসন ও এলাকাবাসী ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান।
কে এম আবু বক্কার
সিনিয়র স্টাফ রিপোটার