সারা বিশ্বের সুন্দরীদের নিয়ে প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড-২০২১’-এর এবারের ৭০তম আসরে সেরার মুকুট মাথায় পরলেন পোল্যান্ডের ক্যারোলিনা বিলাওস্কা। মিস ওয়ার্ল্ডের অফিসিয়াল টুইটার পেজে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
পুয়ের্তো রিকোর রাজধানী সান জুয়ানে স্থানীয় সময় বৃহস্পতিবার মধ্য রাতে জমকালো আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। প্রথম রানার-আপ হয়েছেন যুক্তরাষ্ট্রের শ্রী সাইনি। দ্বিতীয় রানার-আপ হয়েছেন আইভরি কোস্টের অলিভিয়া হ্যাভ।
‘মিস ওয়ার্ল্ড-২০২১’-এর বিজয়ী ক্যারোলিনা বর্তমানে ব্যবস্থাপনা বিভাগে স্নাতকোত্তর করছেন এবং তিনি পিএইচডি’র জন্য পড়াশোনা চালিয়ে যেতে চান। তিনি আগে থেকেই মডেল হিসেবে কাজ করে আসছেন। ভবিষ্যতে তার মোটিভেশনাল স্পিকার হওয়ার খুব ইচ্ছে। সাঁতার, স্কুবা ডাইভিং করতে তিনি খুব পছন্দ করেন। এছাড়া টেনিস ও ব্যাডমিন্টন খেলায় বেশ পারদর্শী এই সুন্দরী।
এর আগে গত বছর প্রতিযোগী ও আয়োজকদের একটি বড় অংশ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় ‘মিস ওয়ার্ল্ড ২০২১’-এর ফাইনালের আসর স্থগিত করা হয়েছিল। গত ১৬ ডিসেম্বর এই ফাইনালের আসর বসার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয় ৯০ দিনের জন্য।