মিস ইউনিভার্স বাংলাদেশের অতিথি বিচারক চিত্রাঙ্গদা

0
124
বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং
বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালেতে অতিথি বিচারক থাকছেন বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং। এজন্য শনিবার (৩ এপ্রিল) বিকালে ঢাকায় আসছেন তিনি। আজ দুপুরে খবরটি নিশ্চিত করেছেন আয়োজকরা।

প্রতিযোগিতার পিআর পার্টনার নর্থব্রুক কনসালট্যান্টস লিমিটেডের সিনিয়র কনসালট্যান্ট মাসুদ হাসান জানান, শনিবার বিকাল সাড়ে ৩টায় ঢাকায় এসে পৌঁছাবেন চিত্রাঙ্গদা সিং। সন্ধ্যা ৬টায় রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনের বলরুমে অনুষ্ঠানটি শুরু হবে। তিনি এই আয়োজনে অতিথি বিচারক হিসেবে থাকছেন। সব ঠিক থাকলে তিনিই বিজয়ীকে মুকুট পরিয়ে দেবেন।

বলিউডের প্রখ্যাত নির্মাতা সুধীর মিশ্রর ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’তে (২০০৫) নৈপুণ্য দেখিয়ে আলোকছটায় আসেন চিত্রাঙ্গদা সিং। এরপর একই পরিচালকের ‘ইয়ে সালি জিন্দেগি’ (২০১১) ও ‘ইনকার’ (২০১৩) ছবিতে দেখা গেছে তাকে।

অক্ষয় কুমারের ব্পিরীতে ‘দেশি বয়েজ’ (২০১১) ছবিতে চিত্রাঙ্গদার ঝলমলে উপস্থিতি ছিল নজরকাড়া। ‘খিলাড়ি’ তারকার ‘জোকার’ (২০১২) ও ‘গাব্বার ইজ ব্যাক’ (২০১৫) ছবির আইটেম গানে নেচেছেন তিনি।

কপিল শর্মা পরিচালিত ‘আই, মি অউর ম্যায়’ ছবিতে জন আব্রাহামের বিপরীতে, ‘সাহেব বিবি অউর গ্যাংস্টার থ্রি’তে সঞ্জয় দত্তের বিপরীতে এবং সাইফ আলি খানের ‘বাজার’ (২০১৮) ছবিতে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা। তিন বছর আগে হকি খেলোয়াড় সন্দীপ সিংয়ের বায়োপিক ‘সুরমা’ (দিলজিৎ দোশাঞ্জ, তাপসী পান্নু) প্রযোজনা করেন তিনি।

চিত্রাঙ্গদা এখন শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় ‘বব বিশ্বাস’ ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে কাজ করছেন। বিদ্যা বালানের ‘কাহানি’ (২০১২) ছবির আগের পটভূমিতে তৈরি হচ্ছে এটি। এদিকে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালের জন্য প্রস্তুত সেরা ১০ সুন্দরী।

গত ১১ জানুয়ারি আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে যাত্রা শুরু হয় ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’। এতে নিবন্ধন করেন ৯ হাজারেরও বেশি তরুণী। প্রাথমিক বাছাইয়ের পরে অডিশনের জন্য ডাক পান ৫০০ জন। আগামী ১৬ মে যুক্তরাষ্ট্রে ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন নতুন মিস ইউনিভার্স বাংলাদেশ।