
মমতাজ হারবাল প্রোডাক্টস প্রেজেন্টস ‘মিস্টার এন্ড মিস গ্লামার লুকস-২০২৪ সিজন ফোরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়েছে। মমতাজ হারবাল প্রোডাক্টস এর সৌজন্যে রাজধানীর মিরপুরের দারুস সালাম রোডের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই জমকালো আয়োজনটি সস্পন্ন হয়।
গত ২৭ ডিসেম্বর (শুক্রবার) মিস্টার এন্ড মিস গ্লামার লুকস সিজন ফোরের গ্র্যান্ড ফিনালে প্রধান বিচারক ছিলেন নির্মাতা ও মিডিয়া ব্যক্তিত্ব রাজীব মণি দাস।
বিচারকের আসনে আরো ছিলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস, নাট্যকার ও নির্মাতা নাজনীন হাসান খান, চিত্রনায়ক জয় চৌধুরী, মাহবুদ, সিফাত নুসরাত ও মারিয়া কিসপট্রা। ফাইনাল রাউন্ড ছাড়াও অন্যান্য রাউন্ডে সম্মানীয় বিচারকের দায়িত্ব পালন করেন।
এবার ‘মিস্টার. এন্ড মিস গ্লামার লুকস’ প্রতিযোগিতায় এবার ৬ জন প্রতিযোগিকে বিজয়ী ঘোষণা করাা হয়েছে। বিজয়ীরা হলেন- (নারী) চ্যাম্পিয়ন- প্রিয়াঙ্কা বারই, প্রথম রানারআপ- মুসকান চৌধুরী, দ্বিতীয় রানার আপ টাজরুবা নওশিন, (পুরুষ) চ্যাম্পিয়ন- রায়ান মুকিত আলভি, প্রথম রানার আপ- আদনান করিম, দ্বিতীয় রানার আপ-আরিয়ান সোহাগ। আয়োজক কর্তৃপক্ষ জানান বিজয়ীরা দেশ ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মমতাজ হারবাল প্রোডাক্টস এর সিইও মদদ আলী ভিরানি। আরও উপস্থিত ছিলেন মমতাজ হারবাল প্রোডাক্টস এর ডিরেক্টর জয়া ভিরানি।
প্রসঙ্গত, চলতি বছরের আগস্ট মাস থেকে অনলাইনে রেজিস্ট্রেশনের মাধ্যমে পুরুষ ও নারীরা উভয়ই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। সেখান থেকে একাধিক ধাপ অতিক্রমের মাধ্যমে শুক্রবার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়।