
বান্দরবানে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জলপাইতলি এলাকায় এক বাংলাদেশি নারী ও এক রোহিঙ্গা নাগরিক নিহত হয়েছেন।
সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত হাছিনা বেগম (৫২) ওই এলাকার বাদশা মিয়ার স্ত্রী। এছাড়া নিহত রোহিঙ্গা পুরুষের (৫৫) পরিচয় জানা যায়নি।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, সোমবার (৫ ফেব্রুয়ারি) বেলা আড়াইটার দিকে মিয়ানমার থেকে ছোঁড়া গোলার আঘাতে তাদের মৃত্যু হয়। এদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী।