মা দিবসের কবিতা

0
117
মা দিবসের কবিতা
মা দিবসের কবিতা

 

মা

শীতল ভোরে, গভীর স্নেহে মা।

আকাশ নীলে, ভীষণ ক্লান্তিতে মা।

মা তোমায় রেখেছি, বুকের গভীরে

অসীম স্নেহ ভরে।

স্মরণ করেছি সকল কষ্ট

ডেকেছি তোমায় “মা”

অশ্রু জল সিক্ত করে।

পুলকে সৃষ্ট আবেশে

দুঃখের নিবিড় পরশে

অভিনয়ে শ্রেষ্ঠ তুমি মা।

কত কষ্টের সীমানা পেড়িয়ে

অজস্র সুখের সৌরভ ছেড়ে

জড়িয়ে রেখেছ বুকের খাঁচিতে “মা”।

“মা যেন নিজের সুখকে বিলিন করে

সকল মুশকিলের চিরন্তন সমাধান।