মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যে চীনের কড়া প্রতিক্রিয়া

0
50
মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যে চীনের কড়া প্রতিক্রিয়া
মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের বক্তব্যে চীনের কড়া প্রতিক্রিয়া

জলবায়ু সম্মেলন কপ টুয়েন্টি সিক্সে চীনের প্রেসিডেন্ট উপস্থিত না হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার কড়া জবাব দিয়েছে বেইজিং।

স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ফাঁকা বুলির চেয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন। 

স্কটল্যান্ডের গ্লাসগোয় আয়োজিত এবারের কপ-টুয়েন্টি সিক্স জলবায়ু সম্মেলনে অংশ নেয়নি চীন ও রাশিয়া। যদিও সম্মেলন শুরুর দিন লিখিত বক্তব্য দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 

তাতেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা থেকে রেহাই পাননি তিনি। দু দেশের অংশগ্রহণ না করাকে বড় ধরনের ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন বাইডেন। বাইডেনের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে চীন।

স্থানীয় সময় বুধবার বেইজিং-এ আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে বলেন, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নেয়ার কারণে জলবায়ু পরিবর্তন মোকাবিলার কার্যক্রম ৫ বছর পিছিয়ে গেছে।

যুক্তরাষ্ট্রকে ফাঁকা বুলির চেয়ে কাজের মাধ্যমে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তিনি। ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করছি যুক্তরাষ্ট্র তাদের দায়িত্ব বুঝতে পারবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনতে দ্রুত নির্দিষ্ট পদক্ষেপ নেবে।

পাশাপাশি তারা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি পালন করবে বলেও আশাবাদী বেইজিং। সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় অন্য দেশ থেকে তারা এগিয়ে আছেন। তাদের পদক্ষেপগুলো সময়োপযোগী বলেও দাবি করেন তিনি।