বেসামরিক নাগরিকদের সরাতে মারিউপোলে অস্ত্রবিরতি

0
77
বেসামরিক নাগরিকদের সরাতে মারিউপোলে অস্ত্রবিরতি
বেসামরিক নাগরিকদের সরাতে মারিউপোলে অস্ত্রবিরতি

বন্দরনগরী মারিউপোলে মানবিক করিডোরের আওতায় সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দিয়েছে রাশিয়া। মূলত বেসামরিক নাগরিকদের সরিয়ে নেওয়ার সুযোগ দিতেই এই পদক্ষেপ নিয়েছে রুশ কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বিবৃতিতে জানিয়েছে, “এই মানবিক কাজটি সফল করার জন্য আমরা জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) এবং রেড ক্রসের আন্তর্জাতিক কমিটি (আইসিআরসি)-এর সরাসরি অংশগ্রহণে এটি চালানোর প্রস্তাব করছি।”

এছাড়া বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৬টার (বাংলাদেশ সময় সকাল ৯টার) আগেই যুদ্ধবিরতিকে ‘নিঃশর্তভাবে সম্মান’ করার বিষয়টি রুশ কর্তৃপক্ষ, ইউএনএইচসিআর, আইসিআরসি-কে লিখিতভাবে জানাতেও কিয়েভের প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।