মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

0
8

আজ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার উদ্যোগে এক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে মানবাধিকার সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর গুরুত্ব নিয়ে অর্থবহ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম শেখ।

সঞ্চালনার দায়িত্বে ছিলেন মানবাধিকার বাস্তবায়ন সংস্থার মহাসচিব লায়ন মোঃ মোস্তাফিজুর রহমান খান।

অধ্যাপক ডা. মোল্লা ওবায়দুল্লাহ বাকি এবং প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন প্রফেসর ডা. আতাউর রহমান।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কাজী গোলাম সারোয়ার (সাবেক দায়রা জজ), মোঃ আলী আকবর (সাবেক কাউন্সিলর, ৪৮ নং ওয়ার্ড, ঢাকা মহানগর উত্তর সিটি)।

বক্তারা মানবাধিকার রক্ষার গুরুত্ব, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন।

তারা মানবতার কল্যাণে এ ধরনের সামাজিক উদ্যোগ আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ অংশে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, যেখানে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা মানবাধিকার রক্ষা ও সমাজসেবামূলক কাজের এ ধারা অব্যাহত রাখবেন।