মাদারীপুরে হত্যা – ডাকাতিসহ ১৫ মামলার আসামী গ্রেপ্তার

0
7
মাদারীপুরে হত্যা
মাদারীপুরে হত্যা - ডাকাতিসহ ১৫ মামলার আসামী গ্রেপ্তার

মাদারীপুরে হত্যা, ছিনতাই, চুরি, ডাকাতি ও মাদক মামলাসহ ১৫টি মামলার এজাহারভুক্ত আসামী আকাশ ফকিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সঙ্গে তার সহযোগি অন্তর কবিরাজকে করা হয়। অন্তরের বিরুদ্ধে মাদারীপুরসহ বিভিন্ন থানায় কমপক্ষে ৫টি মামলা রয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে মাদারীপুর সদর উপজেলার পূর্ব বস্তি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আকাশ মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মাছ বিক্রেতা পলটু ফকিরের ছেলে এবং অন্তর একই গ্রামের চা বিক্রেতা নূর মোহাম্মদ কবিরাজের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত আকাশ ও অন্তর মাদারীপুরের পুরানবাজার, পাঁচখোলা, রাস্তিসহ শহরের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই, মাদক ব্যবসা করে আসছিল।

এসব ঘটনায় ক্ষুব্ধ ছিল স্থানীয়রা। রবিবার ও সোমবার রাতে রাস্তি গ্রামের লালু মালের খেয়াঘাট এলাকায় ছিনতাই করে এই চক্র। পরে পালানোর সময় স্থানীয়রা তাদের আটক করে। এসময় থানায় ফোন দিলে পুলিশ এসে তাদের গ্রেপ্তার করে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক বাসিন্দা বলেন, আকাশ ও অন্তর দীর্ঘদিন থেকে অস্ত্রের মুখে মানুষকে জিম্মি করে ছিনতাই করে। কিছু বলতে গেলে মানুষকে কুপিয়ে জখম করে। অস্ত্রের মুখে জিম্মি করে একাধিক নারীকে ধর্ষণ করেছে। কেউ কিছু বলার সাহস পায় না। আমরা ওর বিচার চাই।

মাদারীপুর সদর থানার ওসি আল মামুন বলেন, আকাশের বিরুদ্ধে মাদারীপুর, শরীয়তপুরসহ বিভিন্ন থানায় কমপক্ষে ১৫টি মামলা রয়েছে। এছাড়াও তার সহযোগি অন্তরের বিরুদ্ধেও ৫টি মামলা রয়েছে। এদের গ্রেপ্তার করা হয়েছে।

কে এম আবু বক্কার
সিনিয়র স্টাফ রিপোটার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.