মাদারীপুরে পূর্ব শত্রুতার জের ধরে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক শ্রী তপনকে(৩৮) আটক করেছে পুলিশ।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে জেলা শহরের পুরান বাজার এলাকা থেকে স্থানীয়দের সহযোগীতায় তাকে আটক করা হয়।
সে মাদারীপুর সদর উপজেলার বনগাঁ গ্রামের সানিন্দের ছেলে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত গৌতম সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের হারান বসুর ছেলে। সে পুরান বাজার যাদব ঘৃত মিষ্টান্ন ভান্ডারের কর্মচারী ছিলেন।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ঘটনার পরপরই স্থানীয়দের সহযোগিতায় আসামি তপনকে আটক করা হয়েছে এবং মৃতদেহের সুরতহাল রিপোর্টসহ যাবতীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
উল্লেখ্য, মাদারীপুর জেলা শহরের পুরান বাজার সংলগ্ন স্বর্নপট্টি মেইন গলিতে যাদব ঘৃত (মিষ্টি) ভান্ডারের কর্মচারী গৌতম বসু(২৫) সপ্তাহখানেক আগে রঘুরামপুর এলাকার ফলের দোকানের কর্মচারী তপনকে ৫০০ টাকা ধার দেন। শনিবার সকালে এই পাওনা টাকা ফেরত চাইতে গেলে তপন ক্ষিপ্ত হয়ে ওঠেন।
পরে পূর্ব শত্রুতার জের ধরে ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দোকানের ভিতরে প্রবেশ করে গৌতমকে দেশীয় ধারালো দা দিয়ে ঘাড়ে এলোপাথাড়ি কোপ দেয় তপন।
এসময় গৌতমের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে পালিয়ে যায়। পরে গুরুতর অবস্থায় স্থানীয় লোকজন গৌমতকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কে এম আবু বক্কারসি
নিয়র স্টাফ রিপিটার