চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনি মাদক মামলায় ব্যক্তিগত হাজিরা দেয়া থেকে অব্যাহতি পেয়েছেন। বৃহস্পতিবার (২ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালত পরীমণির দেয়া আবেদন মঞ্জুর করে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেন।
আরও পড়ুনঃ মাদক মামলায় হাজিরা দিলেন পরীমনি
আজ সকাল ১০টায় ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে হাজিরা দেন পরীমণি। এদিন মামলার বাদী র্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমানকে জেরা করেন পরীমণির আইনজীবী। জেরা শেষে আগামী ১৯ জুলাই পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন আদালত।