
টানা একমাস প্রচণ্ড তাপপ্রবাহের পর অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজলো ময়মনসিংহ। ঝুম বৃষ্টিতে নাগরিক জীবনে স্বস্তির আমেজ লক্ষ্য করা গেছে। অথচ গত কয়েকদিন থেকে প্রচণ্ড খরতাপে হাঁসফাঁস করছিলেন মানুষজন।
শনিবার (৪ মে) সন্ধ্যা ৭টা থেকে ফুলপুর, তারাকান্দা উপজেলায় বৃষ্টি শুরু হয়। তার একঘণ্টা পর রাত ৮টা থেকে ময়মনসিংহ শহরে ভারী বৃষ্টি শুরু হয়।
এর আগে বিকাল থেকেই আকাশ মেঘলা ও বিদ্যুৎ চমকাতে শুরু করে।
এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, শনিবার দেশের বেশিরভাগ এলাকায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। দিনের তাপমাত্রা গতকালের মতোই উষ্ণ থাকতে পারে। রাতের তাপমাত্রাও বৃদ্ধির আশঙ্কা আছে। তবে দেশের কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে শিলাবৃষ্টিও হতে পারে কিছু জেলায়। ঝড়ো হাওয়া ও বৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট এলাকায় তাপমাত্রা কমলেও তা বেশিক্ষণ স্থায়ী হবে না।