মন্টেনিগ্রোয় গোলাগুলিতে অন্তত ১১ জন নিহত

0
87
মন্টেনিগ্রোয় গোলাগুলিতে অন্তত ১১ জন নিহত
মন্টেনিগ্রোয় গোলাগুলিতে অন্তত ১১ জন নিহত

মন্টেনিগ্রোয় ব্যাপক গোলাগুলিতে অন্তত ১১ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার (১২ আগস্ট) বলকান দেশটির মধ্যাঞ্চলীয় শহর সেতিঞ্জেতে এ ঘটনা ঘটেছে।

মন্টেনিগ্রোর রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আরটিসিজি জানিয়েছে, গোলাগুলিতে বন্দুকধারীসহ ১১জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন, যাদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন।

নামপ্রকাশে অনিচ্ছুক এক পুলিশ কর্মকর্তাও হতাহতের সংখ্যাটি নিশ্চিত করেছেন।

আরটিসিজির খবর অনুসারে, রাজধানী পডগোরিকা থেকে ৩৬ কিলোমিটার দূরবর্তী সেতিঞ্জে শহরে এই গোলাগুলির ঘটনা ঘটে। বন্দুকধারী ওই ব্যক্তি একটি পারিবারিক বিরোধে জড়িয়ে পড়েছিলেন। পরে তিনি পুলিশের দিকেও গুলি চালান এবং পাল্টা গুলিতে নিহত হন।

আড্রিয়াটিক উপসাগরীয় দেশটিতে কয়েক দশকের মধ্যে এটিই সবচেয়ে প্রাণঘাতি গোলাগুলির ঘটনা। পর্বতবেষ্টিত মনোরম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত মন্টিনিগ্রো, যা দীর্ঘদিন ধরে পর্যটকদের আকর্ষণ করে আসছে। সেখানে ভরা পর্যটন মৌসুম চলার সময়ই এই হত্যাযজ্ঞ ঘটলো।

সূত্র: এনডিটিভি