মধ্যপ্রাচ্যে ঈদ ৯ জুলাই

0
44
মধ্যপ্রাচ্যে ঈদ ৯ জুলাই
মধ্যপ্রাচ্যে ঈদ ৯ জুলাই

সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ১৪৪৩ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। আগামী ৯ জুলাই সেখানে কোরবানির ঈদ উদযাপন হবে।

বুধবার (৩০ জুন) আরব নিউজ এই খবর জানিয়ে বলেছে, সেক্ষেত্রে আগামী ৬ জুলাই শুরু হবে হজের আনুষ্ঠানিকতা, আরাফাতের ময়দানে হজের মূল অনুষ্ঠান হবে ৮ জুলাই।

এদিকে গালফ নিউজ জানিয়েছে, সৌদি আরবের তামির পর্যবেক্ষণ কেন্দ্র থেকে বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে অনুযায়ী বৃহস্পতিবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। জিলহজ মাসের দশম দিন মুসলিম বিশ্ব ঈদুল আজহা পালন করে। সে অনুযায়ী আগামী ৯ তারিখ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদযাপিত হবে।

সাধারণত সৌদি আরবের একদিন পরেই বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়। আর তা যদি হয় তাহলে এবার বাংলাদেশের মুসলমানরা কোরবানির ঈদ পালন করবে ১০ জুলাই।

বৃহস্পতিবার বাংলাদেশে জাতীয় চাঁদ দেখা কমিটি বৈঠক করবে, আর চাঁদ দেখার ভিত্তিতে আসবে ঈদের আনুষ্ঠানিক ঘোষণা।