মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা আসছে সোমবার

0
28
মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা আসছে সোমবার
মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা আসছে সোমবার

কোভিড- ১৯ মোকাবিলায় বাংলাদেশে চলছে টিকাদান কর্মসূচি। আন্তর্জাতিক ভ্যাকসিন শেয়ারিং প্রকল্প কোভ্যাক্স’র আওতায় মডার্নার আরও ৩৫ লাখ ডোজ টিকা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। আগামী সোমবার এই টিকা বাংলাদেশে পৌঁছাবে বলে হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন।

শনিবার (১৭ জুলাই) হোয়াইট হাউসের ওই কর্মকর্তার বরাত দিয়ে এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক ভ্যাকসিন শেয়ারিং প্রকল্প কোভ্যাক্স’র আওতায় এই টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র। করোনা মহামারি মোকাবিলার অংশ হিসেবে বিশ্বের বিভিন্ন দেশকে টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি প্রেসিডেন্ট বাইডেন দিয়েছেন তারই অংশ হিসেবে এই টিকা পাঠানো হয়।

রয়টার্সকে  ওই কর্মকর্তা বলেছেন, ‘বৈজ্ঞানিক দল এবং উভয় দেশের নীতিনির্ধারণী কর্তৃপক্ষ নিরাপদ ও কার্যকর ভ্যাকসিন সরবরাহ নিশ্চিত করতে একসঙ্গে কাজ করছে।’

এর আগে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে চলতি মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার সাড়ে ১২ লাখ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়। 

গত ২ জুলাই রাত সাড়ে ১১টার দিকে মডার্নার টিকা নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ ফ্লাইটটি বাংলাদেশে আসে। 

মডার্নার এই টিকা গত ২২ জানুয়ারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পেয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, মডার্নার টিকা করোনার বিরুদ্ধে ৯৪ দশমিক ১ শতাংশ পর্যন্ত কার্যকর। মডার্নার টিকা নিয়ে দেশে করোনাভাইরাসের মোট চারটি টিকা এলো।