মঙ্গলগ্রহে ‘পারসিভারেন্স’ রোভার অবতরণের প্রথম ভিডিও প্রকাশ করল নাসা। সোমবার সম্প্রচার করা হয় ৩ মিনিটের বিরল এই ভিডিও।
এতে লালগ্রহের কক্ষপথে নভোযানটির প্রবেশ এবং মঙ্গলপৃষ্ঠে ঝামেলামুক্ত অবতরণের চূড়ান্ত মুহূর্ত ধারণ করা হয়েছে। নাসার দাবি, ছয় চাকার রোভারটিতে রয়েছে আধুনিক ২৫টি ক্যামেরা। সেখানেই ধরা পড়ে অসাধারণ মুহূর্ত।
দীর্ঘ ৭ মাসের যাত্রা শেষে বৃহস্পতিবার রাতে জেজিরো এলাকায় মঙ্গলপৃষ্ঠ ছুঁতে সক্ষম হয় রোভারটি। মঙ্গলে কোনোকালে প্রাণের অস্তিত্ব ছিল কিনা, তা জানতে নমুনা ও তথ্য সংগ্রহ করবে পারসিভারেন্স।
এ পর্যন্ত ৯টি মহাকাশযান সফলভাবে মঙ্গলে অবতরণ করেছে। সব কটিই যুক্তরাষ্ট্রের। পারসিভারেন্সকে ১০ বছর মঙ্গলপৃষ্ঠে রাখতে চান নাসার বিজ্ঞানীরা।