ভ্যান নিয়ে খাদে পড়ে প্রাণ হারালো যুবক

0
9

মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে স্বপন ঘরামী(৩৩) নামে এক ভ্যানচালক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ নভেম্বর) বেলা ১২ টার দিকে ডাসার উপজেলার উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর পাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহত যুবক বরিশাল আগৈলঝাড়া উপজেলার ছোট বাসাইল গ্রামের আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ডাসার উপজেলার শশিকরে যাত্রী রেখে খালি ভ্যান নিয়ে ফিরছিলো স্বপন। পথিমধ্যে উত্তর খিলগ্রাম বৈষ্ণব বাড়ীর সামনে আসলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের পুকুরে ভ্যানটি উল্টে পড়ে যায়। এসময় খাদে ছিটকে পড়ে ওই ভ্যান চালকের মৃত্যু হয়েছে।

প্রত্যক্ষদর্শী সরস্বতী শিকদার জানান, আমাদের বাড়ীর পাশে রাস্তা থেকে পুকুরে হঠাৎ ভ্যান পড়ার শব্দ শুনে ছুটে যাই। এসময় ভ্যান চালককে খাদে পড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে স্থানীয়রা তাকে খাদ থেকে রাস্তায় তুলেন। ততক্ষণে তার মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ।

ডাসার থানার ওসি মো. মাহমুদ-উল হাসান বলেন, স্বপন ঘরামী নামে এক ভ্যানচালক ভ্যান উল্টিয়ে পুকুরের খাদে পড়ে নিহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ ও ভ্যান উদ্ধার করে থানায় নিয়ে আসে।পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কেএম আবুবক্কার বৃহত্তর ফরিদপুর জেলা প্রতিনিধি