ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত ১

0
64
ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত ১
ভোলায় পুলিশ-বিএনপির সংঘর্ষে নিহত ১

ভোলায় পুলিশের সঙ্গে বিএনপির সংঘর্ষে পুলিশের গুলিতে আবদুল রহিম নামে একজন নিহত হয়েছেন। এ সময় ছয় পুলিশ সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।মুমূর্ষু অবস্থায় গুলিবিদ্ধ দুজনকে বরিশালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ ১১ জনকে আটক করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

রোববার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রহিম ভোলাসদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের সেচ্ছাসেবক দলের নেতা বলে জানা গেছে।

জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শোপন জানান, বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সমাবেশ শেষে বিক্ষোভ করতে গেলে পুলিশ বাধা দেয়। এক পর্যায়ে পুলিশ টিআর সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। এছাড়াও পুলিশের গুলিতে আব্দুর রহিম নামে একজন নিহত হয়েছেন।