ভারী বর্ষণের কারণে কাদাপাথরের ধস নেমে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে কেরলের ওয়েনাড়। এখন পর্যন্ত ভূমিধসের নীচে চাপা পড়ে অন্তত ৮৪ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) ভোরে ওয়েনাডের মেপ্পাদির পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে।
স্থানীয় কর্মকর্তারা জানান, ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। কিন্তু প্রচণ্ড বৃষ্টি এবং একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়ায় বাধাগ্রস্ত হচ্ছে উদ্ধারকাজ।
চারদিক কেরলের ওই শহরের ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চার দিকে শুধু ধ্বংস এবং হাহাকার। স্বজন হারানোর কান্না নিয়েই খোঁজ চলছে কাছের মানুষের।
ভারী বৃষ্টি এবং ধসের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওয়েনাড় জেলার মেপ্পাডি, মুন্ডাকাই এবং চুরাল মালা এবং নুলপুঝা।
সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, ওয়েনাড়ের বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপের নীচে এখনও আটকে রয়েছেন শতাধিক মানুষ। তাঁদের উদ্ধারের কাজ শুরু করেছে প্রশাসন। হাত লাগিয়েছেন স্থানীয়রাও। তবে প্রবল বৃষ্টির জন্য বার বার উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। উদ্ধারকাজে গতি আনতে ডেকে পাঠানো হয়েছে সেনাবাহিনীকে।