ভারতে বিমান বিধ্বস্ত নিহত উপমুখ্যমন্ত্রী অজিতসহ ৫ জন

0
0
বিমান বিধ্বস্ত
ভারতে বিমান বিধ্বস্ত নিহত উপমুখ্যমন্ত্রী অজিতসহ ৫ জন

ভারতের মহারাষ্ট্রের বারামতিতে অবতরণের সময় বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় অজিত পাওয়ারসহ ৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ভারতের প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই)।

আজ (বুধবার, ২৮ জানুয়ারি) সকালে বারামতি বিমানবন্দরে অবতরণের সময় এ ‍দুর্ঘটনা ঘটে।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, বিমানে অজিত পাওয়ার, তার নিরাপত্তাকর্মী এবং পাইলটসহ মোট ছয়জন আরোহী ছিলেন।

বারামতি বিমানবন্দরের ব্যবস্থাপক শিবাজি তাওয়ারে হিন্দুস্থান টাইমসকে জানান, বিমানটির রেজিস্ট্রেশন নম্বর ছিল ভিটি এসএসকে। এটি মুম্বাই থেকে চার্টার করা লিয়ারজেট-৪৫ বিমান।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, অজিত পাওয়ার জেলা পরিষদ ইলেকশনের আগে চারটি জনসভায় যোগ দিতে বারামতির উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক সে সময়ই এ দুর্ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে বিমানটি জরুরি অবতরণে বাধ্য হয়েছিল এবং কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে সে বিষয়টি এখনো নিশ্চিতভাবে জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.