ভারতে ছুটি না পেয়ে অক্সিজেন মাস্ক পরেই অফিসে ব্যাঙ্ক কর্মকর্তা

0
49
অরবিন্দ কুমার
অরবিন্দ কুমার

ছুটি না পাওয়ায় অসুস্থ অবস্থাতেই অক্সিজেন মাস্ক পরে কাজে এলেন ব্যাঙ্কের এক কর্মকর্তা। ঘটনাটি ভারতের ঝাড়খণ্ডের বোকারোয় ঘটেছে বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কাজ করেন অরবিন্দ কুমার নামে ওই কর্মকর্তা।

তার পরিবারের দাবি, সম্প্রতি তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন। কোভিড সারলেও শারীরিক ভাবে সুস্থ হয়ে ওঠেননি তিনি। ফুসফুসে কিছুটা সংক্রমণ থাকায় অক্সিজেন সাপোর্টে থাকতে হচ্ছে অরবিন্দকে।

প্রতিবেদনে বলা হয়, অরবিন্দের পরিবারের এক সদস্যের দাবি, কাজে অবিলম্বে যোগ দিতে বলে বার বার অরবিন্দের উপর চাপ সৃষ্টি করা হচ্ছিল। নিজের শারীরিক অবস্থার কথা ভেবেই ছুটির আবেদন করেছিলেন অরবিন্দ। কিন্তু তা মঞ্জুর করেননি কর্তৃপক্ষ। বাধ্য হয়ে ইস্তফাপত্রও পাঠিয়েছিলেন তিনি। কিন্তু সেটাও বাতিল করে দেওয়া হয়।

অভিযোগ, তার পরই ব্যাঙ্ক থেকে হুমকি দেওয়া হয় কাজে যোগ না দিলে বেতন কাটা হবে। কোনও উপায় না পেয়ে শেষমেশ অক্সিজেন সাপোর্ট নিয়েই পরিবারের সদস্যদের সঙ্গে সোমবার ব্যাঙ্কে হাজির হন অরবিন্দ। যদিও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, অরবিন্দকে ওই অবস্থায় দেখে তৎক্ষণাৎ বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।