ভারতের স্বাধীনতা দিবস ১৫ আগস্টে মুক্তি পাচ্ছে ভারতীয় নির্মাতা সৃজিত মুখার্জীর ‘পদাতিক’ সিনেমা। এ ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী। বিখ্যাত নির্মাতা মৃণাল সেনের জীবনীকে কেন্দ্র করে নির্মিত ‘পদাতিক’।
মঙ্গলবার (২ জুলাই) সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছেন পরিচালক।
মৃণাল সেনের ভূমিকায় এই সিনেমায় অভিনয় করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। গল্পে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন মনামি ঘোষ। অভিনেতা ও অভিনেত্রীর অভিনয় জীবনের তাই অন্যতম সেরা মাইলস্টোন হতে চলেছে এই সিনেমা।
মৃণাল সেনের বাড়ি ছিল বাংলাদেশের ফরিদপুরে। উপমহাদেশের কিংবদন্তী নির্মাতা ছিলেন মৃণাল সেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে তার সাফল্য গাঁথা খুব বেশি মানুষ জানেন না। এই সিনেমায় সেইসব দিক উঠে আসবে।