ব্রাজিলে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় কমপক্ষে শিশুসহ ১২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ১০ জন যাত্রী। ৯ জন প্রাপ্তবয়স্ক ও একজন শিশু। এতে আরও দুজন ক্রু ছিলেন। তারা সবাই ঘটনাস্থলেই মারা গেছেন।
রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে আলজাজিরা।
এক বিবৃতিতে রাজ্য সরকার জানিয়েছে, দুর্ঘটনাকবলিত বিমানটি একটি একক ইঞ্জিনবিশিষ্ট সেসনা ক্যারাভান মডেলের একটি বিমান। এটি রোববার রিও ব্র্যাংকো বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হয়েছে।
বিধ্বস্ত বিমানটি এসব যাত্রী নিয়ে পাশের আমাজন রাজ্যের ছোট শহর এনভিরার দিকে যাচ্ছিল। বিমানটি স্থানীয় সংস্থা এআরটি ট্যাক্সি অ্যারিও পরিচালনা করছিল বলে জানা গেছে।
তবে বিমানটি কী কারণে বিধ্বস্ত হয়েছে, তা এখনো জানা যায়নি। এ দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত করা হবে বলে জানিয়ছে রাজ্য সরকার।
মাত্র দুই মাস আগে সেপ্টেম্বরে ব্রাজিলের আমাজন রাজ্যে আরেকটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছিল। ওই বিমান দুর্ঘটনায় ১৪ আরোহীর সবাই নিহত হয়েছিলেন।