ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এক বৃদ্ধ মহিলার নিহতের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জ মুকসুদপুরে।
মঙ্গলবার(৫ ডিসেম্বর) ভোর রাতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
নিহতের নাম আকিরন বেগম (৬৫)। তিনি মোচনা গ্রামের আ: রশিদ শেখের স্ত্রী। অভিযুক্ত ফরিদ মুন্সী (৪৫), তোতা মুন্সী (৫৫) ঘটনার পর থেকে পলাতক।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৭ নভেম্বর মোচনা স্কুল মাঠে মিরাজ শেখের ছেলে তামিম শেখ ও একই গ্রামের আজাদ মিনার ছেলে অনিক মিনা সহ কয়েকজন ব্যাডমিন্টন খেলছিলেন। এসময় তামিম ও অনিকের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের মধ্যে মারপিট ঘটে।
ঘটনার পরদিন ২৮ নভেম্বর সকালে ফরিদ মুন্সী সহ তার লোকজন মিরাজ শেখের বাড়িতে হামলা করে। এ সময় আতিক শেখের ঘরে থাকা নগদ চার লক্ষ টাকা সহ তিন ভরি স্বর্ণালংকার নিয়ে যায় তারা।
লুটপাট ঠেকাতে গেলে এলোপাথাড়ি ভাবে মারপিট শুরু করে তারা। এতে আকিরন সহ কয়েকজন আহত হয়। পরে ৫ ডিসেম্বর মঙ্গলবার ভোরে আকিরন বেগম চিকিৎসারত অবস্থায় মারা যান।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে।
গোপালগঞ্জ প্রতিনিধি