প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী সোমবার (২৮ জুন) থেকে সারা দেশে ৭ দিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার।
‘কঠোর লকডাউনে’ ব্যাংক বন্ধ না খোলা থাকবে এবং শেয়ারবাজারে লেনদেন হবে কি না তা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
তবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেছেন, ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে।
এ বিষয়ে আজ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম গণমাধ্যমকে জানিয়েছেন, ‘আমাদের সিদ্ধান্ত হলো, ব্যাংক খোলা থাকলে শেয়ারবাজারে লেনদেন চলবে। এ ক্ষেত্রে ব্যাংকের লেনদেনের সময়ের ওপর নির্ভর করে শেয়ারবাজারে লেনদেনের সময় নির্ধারণ করা হবে।’
শিবলী রুবাইয়াত উল ইসলাম বলেন, করোনায় লকডাউনে বিশ্বের কোনো দেশেই পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকেনি। গতবছর বিশেষ পরিস্থিতির কারণে এখানে শেয়ারবাজারে লেনদেন বন্ধ ছিল। তবে নতুন করে গতবছরের মতো শেয়ারবাজারে লেনদেন বন্ধ থাকার আশঙ্কা নেই বলে জানান তিনি।