আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বেনাপোলে দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় বোমাবাজি ও গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। প্রায় ১ ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। এ সময় অন্তত ৭০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোলে এই সংঘর্ষ শুরু হয়। প্রায় ১ ঘণ্টাব্যাপী চলে সংঘর্ষ। এ সময় অন্তত ৭০টি বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। তবে ঘটনা শুরুর ১ ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কে বা কারা জড়িত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত দুই জনকে আটক করা হয়েছে।