আগামীকাল সন্ধ্যায় নির্বাচনি তফসিল

0
3
নির্বাচনি
আগামীকাল সন্ধ্যায় নির্বাচনি তফসিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

বুধবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে প্রচারের জন্য তফসিল ঘোষণার ভাষণ রেকর্ড করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। ভাষণ রেকর্ডের পর সিইসির কক্ষে কমিশনারদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।

ইসি সচিব জানান— আগামীকাল সন্ধ্যা ৬টায় বিটিভি ও বেতারে সিইসির রেকর্ড করা ভাষণ প্রচারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করা হবে।

আদালতের রায়ের প্রসঙ্গে সচিব বলেন— “আমরা এখনও আদালতের রায় পাইনি। আপাতত কমিশনের গেজেটেড ৩০০ আসনেই তফসিল ঘোষণা করা হবে। আদালতের রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.